মুক্তাগাছায় সকল মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান


F.Taj প্রকাশের সময় : মে ২৯, ২০২০, ৭:৪৭ PM /
মুক্তাগাছায় সকল মসজিদে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

প্রধানমন্ত্রী কর্তৃক দেশের সকল মসজিদে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে মুক্তাগাছা উপজেলার সকল মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ এমপি। অনুষ্ঠানে মুক্তাগাছা পৌরসভা, ১নং দুল্লা ও ২নং বড়গ্রাম ইউয়িনের ২৬৭ মসজিদ কর্তৃপক্ষের হাতে নগদ ৫ হাজার টাকাকরে প্রদান করা হয়।

আজ ও আগামীকাল পর্যায়ক্রমে উপজেলার ১হাজার ১শত ৭৭টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হবে।

শুক্রবার উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদু, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন মুক্তাগাছা উপজেলার ফিল্ড সুপার ভাইজার মুজিবুর রহমান, মডেল কেয়ারটেকার সাখাওয়াত হোসেন প্রমুখ। এরপরে ইমাম-মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে ১৫জনকে আর্থিক অনুদান প্রদান করা হয়।