রাস্তায় হাঁটু পানি, সমস্যায় সহস্র মানুষ


F.Taj প্রকাশের সময় : মে ২৮, ২০২০, ৭:৫৪ PM /
রাস্তায় হাঁটু পানি, সমস্যায় সহস্র মানুষ

ক্ষণে ক্ষণে বৃষ্টিতে রাস্তায় জমেছে হাঁটু পানি। এতে বেকায়দায় পরেছে স্থানীয় সমস্যায় সহস্র মানুষজন। জমে থাকা পানি সরাতেও পারছে না এলাকাবাসী।

জানা যায়, মুক্তাগাছা উপজেলার জয়বাংলা বাজার থেকে শশা নলজোড়া গ্রামের যাবার একমাত্র পথটা এটি। রাস্তার দুপাশে বসত ভিটায় মাটি উঁচু হওয়ায় এ সমস্যার সম্মুখীন হয়েছে এলাকাবাসী।

ইউনিয়ন ছাত্রলীগ নেতা রেজাউল  করিম রাকিব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ সমস্যার সমাধানকল্পে অনুরোধ জানিয়ে বলেন, জয়বাংলা বাজার থেকে শশা নলজোড়া গ্রামে যাতায়াতের এ পথটি দীর্ঘদিন যাবত ডুবে আছে। যথাসময়ে মাটি ফেলে পথটি উঁচু করলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে।