কবি রোকন শাহরিয়ার সোহাগের ঈদ সামগ্রী বিতরণ


F.Taj প্রকাশের সময় : মে ২২, ২০২০, ৮:৫২ PM /
কবি রোকন শাহরিয়ার সোহাগের ঈদ সামগ্রী বিতরণ

শুক্রবার বিকালে কবি রোকন শাহরিয়ার সোহাগের উদ্যোগে মুক্তাগাছার তারাটি তেড়িপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

কবি বাড়ী বাড়ী গিয়ে ৫০টি পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।কবি রোকন শাহরিয়ার সোহাগের ঈদ সামগ্রী বিতরণ

এ সময় উপস্থিত ছিলেন শামীম আশরাফ, মানষ তালুকদার, মোঃ রাজন, মির্জা মান্নান, সাংবাদিক ফেরদৌস তাজ, সজিব দে, আশিকুর রহমান ও এনামুল হক প্রমূখ।

পরে রাতে এলাকার যুব সমাজের উদ্যোগে সেমাই, চিনি, পোলাও চাল ও তেল ৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।