মুক্তাগাছায় নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা করে মোবাইল কোর্ট।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান প্রিন্স এর নেতৃত্বে রবিবার মুক্তাগাছা উপজেলায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আনুমানিক ১৫ কেজি পলিথিন জব্দ করা হয় এবং পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ অনুযায়ী ২ টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও বিভিন্ন দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। ভোক্তাদের মূল্য তালিকা দেখে পণ্য ক্রয় করার বিষয়ে সচেতন করেন ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান প্রিন্স জানান, কোথাও ভেজাল পণ্য অথবা অধিক মূল্য রাখলে অবশ্যই আমাদের জানান। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :