মুক্তাগাছায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমানের নেতৃত্বে ২ আর্মড পুলিশ ব্যবটালিয়নের সহযোগিতায় মুক্তাগাছা উপজেলার বিভিন্ন অটো রাইস মিল ও বাজারে অভিযান পরিচালিত হয়।
অভিযানে খান অটো রাইস মিলকে চাল বিক্রিতে অধিক মূল্য রাখায় ৩০ হাজার টাকা জরিমানা ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা লাগানো নিশ্চিত করে মোবাইল কোর্ট।
চেচুয়া বাজারে মূল্য তালিকা না থাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে সকলের উদ্দেশ্যে বলেন, শুধু শুধু আতঙ্কিত হবেন না। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্যপণ্য মজুদ রয়েছে।
আপনার মতামত লিখুন :