মুক্তাগাছায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমানের নেতৃত্বে মুক্তাগাছা থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে পঁচা দই রাখার অপরাধে ১০ হাজার টাকা ও কালামিয়া সুইটসকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে শহরের নাপিতখোলা মোড়ে মোবাইল কোর্ট ইজিবাইকে অতিরিক্ত যাত্রী বোঝাই ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ২ চালককে ৩ ও ৭ দিনের কারাদণ্ডে দন্ডিত করে এবং এক মাহিন্দ্র চালকে ১হাজার টাকা জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদুর রহমান জানান, নিরাপদ খাদ্য ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরীতে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ অভিযান চলতে থাকবে।
আপনার মতামত লিখুন :