মুক্তাগাছায় নারী দিবস পালিত


F.Taj প্রকাশের সময় : মার্চ ৯, ২০২০, ৫:৫৫ PM /
মুক্তাগাছায় নারী দিবস পালিত

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় মুক্তাগাছা পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রবিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে আলোচনা সভা করেছে।

পৌরসভার ১ম প্যানেল মেয়র রিয়াজ উদ্দিন সিরাজের সভাপতিত্বে সচিব ্ইউনুছ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাউন্সিলর আসমা বেগম, কাউন্সিলর ছালাম তালুকদার, কাউন্সিলর মোহাম্মদ আলী, কাউন্সিলর আমজাদ হোসেন, কাউন্সিলর আব্দুল হাকিম, কাউন্সিলর মঞ্জুরুল হক, কাউন্সিলর মির্জা আবুল কালাম, কাউন্সিলর মির্জা হানিফ, কাউন্সিলর বজলুর রহমান, প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম মানিক, নাহিদ ফারজানা প্রমূখ।