রবিবার বিকালে মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকানে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ ও অনিরাপদ সিলিন্ডারের সন্ধান পায় উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার এর নেতৃত্বে দুদক ও তিতাস গ্যাস কতৃপক্ষ সমন্বিত টাস্কফোর্স।
ইউএনও সুবর্ণা সরকার সাংবাদিকদের জানান, মুক্তাগাছার প্রসিদ্ধ মন্ডার দোকানে তিতাস গ্যাসের অনুমোদন রয়েছে ১৯৫ ঘনফুট, তারা ব্যবহার করছেন ৪০৫ ঘনফুট। অনুমোদনবিহীন বেশ কয়েকটি চুল্লী রয়েছে। এছাড়া গাড়িতে ব্যবহার্য ৪ সিএনজি সিলিন্ডার একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রেখে সেটি থেকে অত্যন্ত বিপদজনকভাবে লাইন টেনে চুল্লী জ্বালানো হচ্ছে, যা যে কোন সময়ে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে।
এদিকে গ্যাস কারচুপির দায়ে গোপাল পালের প্রসিদ্ধ মন্ডার দোকানের বর্তমান প্রোপাইটার শ্রী রবীন্দ্রনাথ পালকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক ১ লক্ষ টাকা জরিমানা করে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে টাস্কফোর্স এবং বিস্ফোরণ ঘটার সম্ভাবনাযুক্ত সিলিন্ডারসমূহ জব্দ করে।
আপনার মতামত লিখুন :