মুক্তাগাছায় সড়কে রাখা নির্মাণসামগ্রী অপসারণ


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২০, ৮:১৯ PM / ০ Views
মুক্তাগাছায় সড়কে রাখা নির্মাণসামগ্রী অপসারণ

মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকা হতে ফরেস্ট অফিস যাবার প্রধান সড়কে অবৈধভাবে রাখা বিভিন্ন নির্মানাধীন ভবনের ইট, বালু, সুরকী ও অন্যান্য নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে।

শনিবার সকালে অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রী যান চলাচলে বিগ্ন ঘটার বিষয়টি ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর কমান্ডিং অফিসার (পুলিশ সুপার) নজরুল হোসেনের নজরে এলে তিনি তাঃক্ষণিক পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কাইয়ুমকে জরুরীভাবে অপসারনের ব্যাবস্থা নিতে নির্দেশ দেন। সকাল ১০টায় পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কাইয়ুম এর নের্তৃত্বে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মুক্তাগাছা, ময়মনসিংহের অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট নির্মাণাধীন ভবনের মালকিদের নির্মাণ সামগ্রী সরিয়ে নিতে বলেন এবং সাথে সাথে তারা নির্মাণ সামগ্রী সরিয়ে নেয়।

পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ কাইয়ুম জানান, মালিকদের ডেকে প্রথম বারের মতো সর্তক করা হয়েছে ও ভবিষ্যতে যেন এ ধরনের কাজ না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে ।