মুক্তাগাছায় পিডি হার্থ সেশন সম্পন্ন


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২০, ৩:১৮ PM /
মুক্তাগাছায় পিডি হার্থ সেশন সম্পন্ন

ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপির কর্ম এলাকার মুক্তাগাছা পৌরসভা, বাঁশাটি, মানকোন ও দুল্লা উপজেলার মারাত্মাক, মাঝারি ও স্বল্প অপুষ্টিতে আক্রান্ত শিশুদের মায়েদের অংশগ্রহণে পিডি হার্থ সেশন সম্পন্ন হয়েছে।

২০ জানুয়ারি – ৩১ জানুয়ারি, ২০২০ পর্যন্ত এপির এ আয়োজনে কর্ম এলাকার মোট ৫৫ জন কমিউনিটি প্রমোটার এর তত্ত্বাবধানে ১০ জন করে মোট ৫৫০জন শিশু ও শিশুর মা এই সেশনে অর্ন্তভূক্ত ছিল। শিশুদের অপুষ্টি দূরীকরণে পুষ্টিকর খাবার রান্না, পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বিভিন্ন দিক সমূহ। শিশু ও মায়ের স্বাস্থের বিভিন্ন দিকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সেশনে আলোচনা ও তত্তাবধানে করা হয়। শিশুদের পুষ্টির ইতিবাচক পরিবর্তন আনয়নের লক্ষ্যে মুক্তাগাছা এপি’র নিয়োজিত কর্মকর্তাগণ এই অনুষ্ঠানের নিয়মিত তত্ত্বাবধান করেন।

অংশগ্রহণকারী শিশুদের পরিবর্তনের লক্ষ্যের জন্য পরবর্তী ১ বছরে বিভিন্ন মেয়াদে তাদের ওজন ও সুস্থ্যতার ফলোআপ করা হবে।