মুক্তাগাছায় ‘কিংবদন্তি’- লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠিত


F.Taj প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১, ২০২০, ৬:৫১ PM /
মুক্তাগাছায় ‘কিংবদন্তি’- লেখক সম্মাননা প্রদান অনুষ্ঠিত

‘তোমার বসন্তের আকাশটা দেখছি..প্রতিদিনের ঝরাপাতা ধূলির সাথে উড়ে উড়ে পাখি হয়’ এমনি কিছু ডানামেলা পাখির আসর বসেছিল ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ লালিত প্রাচ্য-অধূনা সাহিত্য ও সংস্কৃতির শহর মুক্তাগাছা।

ছোট কাগজ- কিংবদন্তি’ এর আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে লেখক সম্মাননা প্রদান করা হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও প্যাশোনেট পারফর্মার্সের নির্দেশক ড. অমিতাভ কাঞ্জিলাল কে।

কিংবদন্তি সম্পাদক সৌহার্য্য ওসমান লেখকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বিনোদবাড়ী আইডিয়াল কলেজ মিলনায়তনে শনিবার সকালে সম্মাননা অনুষ্ঠানে বিনোদবাড়ী আইডিয়াল কলেজ, মুক্তাগাছার চেয়ারম্যান, কবি, নাট্যকার ও বাচিক শিল্পী মিহির হারুনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শূণ্য দশকের অন্যতম খ্যাতনামা কবি, শহীদ স্মৃতি সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক কাজী নাসির মামুন।

আলোচক হিসেবে ছিলেন কথাশিল্পী ও অতঃপর সম্পাদক তালুকদার সাখাওয়াত হোসেন বকুল, মুক্তিযুদ্ধের গবেষক ও সাংবাদিক এম. ইদ্রিছ, ফোক গবেষক মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিংবদন্তি সম্পাদক সৌহার্য্য ওসমান। সঞ্চালনায় ছিলেন অনসাম্বল থিয়েটার সম্পাদক আসাদুজ্জামান রুবেল।

এ সময় কবি শুভ্র সরকার, মুক্তাগাছা সাংবাদিক ফোরামের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও বন্ধু সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফেরদৌস তাজ, বিনোদবাড়ী আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম, শরীফ খান, আল আমিন, এস.এম শফিক মৃধা, ইউসুফ আলী ও প্যাশোনেট পারফর্মার্সের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।