মুক্তাগাছায় সার্ভেয়ার শাহেদ আলী শাহিন আমিন এর স্মরণে দোয়া


F.Taj প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২০, ১০:১১ PM /
মুক্তাগাছায় সার্ভেয়ার শাহেদ আলী শাহিন আমিন এর স্মরণে দোয়া

মুক্তাগাছা উপজেলা সার্ভেসার এসোসিয়েশনের সদস্য মরহুম শাহেদ আলী শাহিন আমিন এর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে পৌরসভার আটানি বাজার এলাকায় উপজেলা সার্ভেয়ার এসোসিয়েশন কার্যালয়ে সার্ভেয়ার এসোসিয়েশন শোক সভার আয়োজন করেন।

এসোসিয়েশনের সভাপতি শুনিল চন্দ্র সাহার সভাপতিত্বে শোক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আ.লীগের যু্গ্ম সম্পাদক ফকির নুরে ইসলাম, জয়নাল আবেদীন রুবেল, উক্ত সংগঠনের সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম আমিন, নবী হোসেন, মনছুর আহম্মেদ এবং মরহুমের পরিবারের সদস্যবর্গ।

শোক সভায় দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।