তুমি আসবে বলে
ঝুমা পাল
তুমি আসবে বলে
দখিণা দুয়ার আজ দিয়েছি খুলে।
কাননে প্রস্ফুটিত হয়েছে কত না কুসুম কলি
মেঘালয়া পাঠাবে চিঠি যদি আমি বলি।
নীল আকাশে দেখো, মেঘেরা করিছে খেলা
মেঘেরা ভাসিয়ে দিয়েছে সুখের ভেলা।
ঘরবন্ধী পাখিরা মেলেছে আজি ডানা।
পেয়ে তোমার আগমনের ঠিকানা।
পাখিদের কলতানে মুখরিত হাওয়া
যাহা ছিল তোমার খুব করে চাওয়া।
অঝোরে ঝরছে আজি বারিধারা
তোমাকে ভিজাতে হয়েছে দিশাহারা।
খোলা কেশে আছি বসে গলে পড়াতে মালা
বুনোলতাগুলো কি আজও তোমার চেনা?
সাঝেঁর বেলায় কাটাকে আধাঁর তমশা
প্রদীপ জ¦লে আধাঁর ঘুচাবে এই তো মোর আশা।
ঠোঁটের কোণে অস্পষ্ট অমলিন হাসি
তোমার প্রেরনায় সুখের অতলে ভাসি।
চোখের কোণে আজও অবহেলার ভয়
শুধু তোমার আগমনে হবে ভালোবাসার জয়।
বহু প্রত্যাশায় অন্তঃ পথের পাথেয় হয়ে
অবলিলায় একাকি রয়েছি তোমার পথপানে চেয়ে।
অবহেলায় হাড়ানো সুখ ফিরে পাব আবার
মিলন তিথির পূর্ণিমা চাঁদ ঘুচাবে অন্ধকার।
সবটুকু আলো ক্ষণিক সত্য প্রভাময় হলে
ফিরে পাব তোমায়-
আবার
তুমি আসবে বলে।
আপনার মতামত লিখুন :