করোনা ভাইরাস : আমিরাতে ১৭৩ টাকার মাস্কের দাম ১৪ হাজার


Ranjan প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২০, ৮:১৫ PM /
করোনা ভাইরাস : আমিরাতে ১৭৩ টাকার মাস্কের দাম ১৪ হাজার

করোনা ভাইরাস আতঙ্কে বিশ্বজুড়ে বাড়ছে মাস্ক, স্যানিটাইজার ও ওষুধ বিক্রি। মাস্কের ঘাটতি দেখা দিয়েছে অনেক আগেই। এবার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও পড়েছে একই সংকটে। বুধবার আমিরাতে প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খবর প্রকাশিত হওয়ার পর দুবাইসহ দেশটির বেশিরভাগ শহরের ফার্মেসিগুলোতে মাস্কের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। খুব অল্প সময়ের মধ্যে ফার্মেসিগুলোর মাস্কের মজুত শেষ হয়ে গেছে। আর তার সুযোগ নিচ্ছে স্থানীয় অনলাইন বেচাকেনার সাইটগুলো।

স্বাভাবিকভাবে দেশটিতে ভাইরাসপ্রতিরোধী উন্নতমানের একেকটি এন-৯৫ মাস্কের দাম ১৭৩ টাকা। কিন্তু চাহিদা বাড়ায় অনলাইন কেনাবেচার সাইটে এই মাস্কের একটি বিক্রি হচ্ছে প্রায় ১৪ হাজার টাকায়।