ফেরদৌস তাজ;
স্বদেশ স্বকালের মেঘ ও রৌদ্রস্নাত কবিসত্তা কাজী নাসির মামুন লোকায়ত বিষয়েই লোকোত্তর চেতনা ধারণ করেন বলে সমালোচকরা মনে করেন। প্রচ্ছন্ন মরমিবাদ প্রকৃতি বন্দনা ও প্রাণের উচ্ছ্বাসসহ তার কবিতায় অনন্য কলতানে মুখর। তার উচ্চারণ বাংলার নিভৃত বেদনার সতত সঙ্গী। শতাব্দী লাঞ্ছিত মানুষের আর্তনাদ, আনন্দ যাপন ফুটে ওঠে তার কবিতায়।
সেই প্রকৃতি ও প্রাণের কবি কাজী নাসির মামুন পেলেন অনিকেত শামীম সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ “লোক” এর লেখক সম্মাননা।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে সৃজন-সক্রিয়তার আনন্দ জ্ঞাপন, ছোট কাগজ ‘লোক’ এর ২০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি লেখক সম্মাননা পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী’র কাছ থেকে তিনি পদক, সম্মাননা স্মারক ও উত্তরীয় গ্রহণ করেন।
কবি মুহম্মদ নুরুল হুদা’ র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘লোক’ সম্পাদক অনিকেত শামীম।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয় লিটল ম্যাগ ‘নতুন দিগন্ত’ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, ‘কণ্ঠস্বর’ সম্পাদক আব্দুল্লাহ আবু সাঈদ, ‘থিয়েটার’ সম্পাদক রামেন্দু মজুমদার এবং ‘লোকায়ত’ সম্পাদক আবুল কাশেম ফজলুল হককে।
অনিন্দ্য, চর্যাপদ, লিরিক, নিসর্গ, জীবনানন্দ, প্রতিশিল্প, দূর্বা, মেঘ, কারুভাষ-কে লিটলম্যাগ সম্মাননা প্রদান করা হয়।
উলুখড় (ঢাকা) ও কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রকে লিটলম্যাগ প্রকাশনা ও প্রতিষ্ঠান সম্মাননা প্রদান করা হয়।
কাজী নাসির মামুন ছাড়াও গৌতম চৌধুরী, সরকার মাসুদ, রোকশানা আফরীন, শিবলী মোকতাদির, মাদল হাসান ও জুয়েল মুস্তাফিজকে লেখক সম্মাননা প্রদান করা হয়।
পীযূষ দস্তিদার ও খায়রুল মোমিন দুলালকে চিত্রশিল্প ও আলোকচিত্রশিল্পী সম্মাননা প্রদান করা হয়।
চর কুকরিমুকরি, চরফ্যাশন, ভোলায় জাহাজ ভ্রমণের মধ্য দিয়ে ১৮ তারিখে এ উৎসবের পরিসমাপ্তি ঘটবে।
আপনার মতামত লিখুন :