মুক্তাগাছায় শিশু অধিকার দিবসের ৩০ বছর উদযাপন


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০১৯, ১:২৬ PM /
মুক্তাগাছায় শিশু অধিকার দিবসের ৩০ বছর উদযাপন

শিশু অধিকার দিবসের ৩০ বছর উদযাপন উপলক্ষে মুক্তাগাছা এপি ওয়াল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে বাঁশাটি ইউনিয়ন শিশু ফোরামের ৭৫ জন শিশু সদস্যের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

বুধবার র‌্যালী শেষে মনিরামবাড়ী ওয়ার্ল্ডভিশন অফিসে শিশু অধিকার দিবসের ৩০ বছর: অর্জন চ্যালেঞ্জ এবং করনীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তাগাছা এপি’র প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম, এপিসি স্পন্সরশীপ অফিসার তিতুষ হাচ্ছা, শিশু ফোরাম সদস্য ও অভিভাবকগণ প্রমূখ।