২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তর, মুক্তাগাছার বিশেষ অভিযানে পার্শবর্তী টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে ২ হাজার ৩০ কেজি কাঁচা রাবার উদ্ধার করা হয়েছে।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন এন্ড ইন্টিলিজেন্স টিমের অফিসার পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ূম সঙ্গীয় ফোর্স নিয়ে মধুপুরের চাঁদপুর ও পীরগাছা রাবার বাগানের মাঝামাঝি স্থানে কতিপয় ব্যক্তি পাচারের উদ্দেশ্যে বাগান হতে রাবার চুরি করে সংরক্ষণের খবর পেয়ে চাদপুর রাবার বাগানের ৯ নং ট্যাপিং এলাকা এবং পীরগাছা রাবার বাগানের ১৬ নং ট্যাপিং এলাকায় অভিযান চালিয়ে ২০৩০ কেজি (২৯ বস্তা) অপরিশোধীত চোরাই কাঁচা রাবার জব্দ করা হয়। যাহার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৬ হাজার টাকা।
পুলিশ পরিদর্শক মোঃ কাইয়ূম জানান, উদ্ধারকৃত রাবার মধুপুর থানায় সোর্পদ করা হয় এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :