মুক্তাগাছায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ইয়ং স্টার ক্লাব খামারের বাজার


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০১৯, ৬:৩৬ PM /
মুক্তাগাছায় ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ইয়ং স্টার ক্লাব খামারের বাজার

Next Composite Ltd. Futsal football tournament, Khamarer bazar এর ২য় সেমিফাইনালে মোকাবেলা করে- ইয়ং স্টার ক্লাব খামারের বাজার ও রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব।

সোমবার বিকালে বন্ধু সাংস্কৃতিক পরিষদ আয়োজিত টুর্নামেন্টের ২য় সেমিফাইনালে ইয়ং স্টার ক্লাব ৫-০ গোলের ব্যবধানে রঘুনাথপুর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ইয়ং স্টার ক্লাবের রুপক হাসান।

উল্লেখ্য, ১৫ নভেম্বর শুক্রবার টুর্নামেন্টের ফাইনাল খেলায় মোকাবেলা করবে কলাকান্দা হাজীবাড়ী স্পোর্টিংক্লাব ও ইয়ং স্টার ক্লাব খামারের বাজার।