মুক্তাগাছায় জেলহত্যা দিবসের আলোচনা ও কালো পতাকা মিছিল


F.Taj প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০১৯, ৭:০০ PM /
মুক্তাগাছায় জেলহত্যা দিবসের আলোচনা ও কালো পতাকা মিছিল

জেলহত্যা দিবস উপলক্ষে মুক্তাগাছায় আলোচনা সভা ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে পৌরসভা চত্বরে মুক্তিযোদ্ধা-জনতার মঞ্চ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম।

সভায় মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, জেলা আওয়ামী লীগ নেতা ও বিটিভির সংবাদ পাঠিকা তাহমিনা জাকারিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, বিল্লাল হোসেন মন্ডল, রুহুল আমীন, এরশাদুর রহমান, ছাত্রলীগ নেতা আক্রাম হোসেন জনি, জাহিদুল আলম বিটুল প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে আওয়ামী লীগ ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে শহরের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে স্থানীয় ডাকবাংলো মাঠে শেষ করে।