মুক্তাগাছায় মহিলা ইউপি সদস্যের কাছ থেকে ১০টাকা কেজির চালের কার্ড উদ্ধার


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০১৯, ১০:৩৫ PM /
মুক্তাগাছায় মহিলা ইউপি সদস্যের কাছ থেকে ১০টাকা কেজির চালের কার্ড উদ্ধার

মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের কাছ থেকে স্বল্প মূল্যের (১০ টাকা কেজি) চালের ১৫টি কার্ড উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বুধবার ৬নং মানকোন ইউনিয়নের শ্রীপুর মাইজহাটি বাজারে দরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি হচ্ছিল । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার দুপুর ২টার দিকে মানকোন ইউনিয়ন পরিষদে যান। সেখানে উপস্থিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজনীন আক্তার লাভলীকে চ্যালেঞ্জ করে ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ টাকা কেজি দরের ১৫টি কার্ড পান এবং সেগুলো জব্দ করেন।

পরে নির্বাহী অফিসার শ্রীপুর মাইজহাটি বাজারে চাউল বিক্রয় কেন্দ্রে গিয়ে জব্দকৃত কার্ডের চাউল উত্তোলন করা হয়নি জানতে পারেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার জানান বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। ইউপি সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।