‘১০০ বছর পরে মুক্তাগাছা’ মাস্টার প্ল্যান প্রণয়ন শীর্ষক কর্মশালা সোমবার সকালে মুক্তাগাছায় আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বিশেষ ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই আকন্দ, ভাইস চেয়ারম্যান আরব আলী।
দিনব্যাপি এ কর্মশালায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইউপি চেয়ারম্যান ও সচিব, পৌর কাউন্সিলর, সাংবাদিক, প্রতিবন্ধী প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ব্যপক উদ্যোগ গ্রহণ করেছেন এবং আজকের আয়োজন তারই অংশ। পরিকল্পনা বিহীন কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই এলোমেলোভাবে কোনো কাজ যেন না হয় তার জন্য দরকার মাস্টার প্ল্যান। আর এটা হতে হবে নাগরিকদের মতামতের ভিত্তিতে।
কর্মশালায় অংশ গ্রহণকারীদের হাট-বাজার, আইসিটি, সামাজিক নিরাপত্তা, কৃষি, যাতায়াত ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা, আবাসন, বিনিয়োগ, কর্মসংস্থান, বিনোদন ও পর্যটনের ওপর ১০টি গ্রুপে বিভক্ত করে গ্রুপ ওয়ার্কের মাধ্যমে ১০০ বছর পরে মুক্তাগাছা কেমন দেখতে চাই তার ওপর পরামর্শ আহ্বান করা হয়।
আপনার মতামত লিখুন :