বুধবার বিকালে মুক্তাগাছা শহরের আরকে সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম আঞ্চলিক কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের সভাপতি গাজী হাসান কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রি আলহাজ্ব কে এম খালিদ এমপি।
বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় কমিশনার(প্রকল্প)বাংলাদেশ স্কাউটস ও অতিরক্তি সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোঃ মোহসিন, ময়মনসিংহ জেলাপ্রশাসক ও বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ জেলা সভাপতি মোঃ মিজানুর রহমান, ক্যাম্পুরী চিফ আবু নুর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, আঞ্চলিক উপকমিশনার (সংগঠন) ও মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, ময়মনসিংহ আঞ্চলিক সম্পাদক জামাল উদ্দিন আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান আরব আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী, আশিকুর রহমান কাউছার, উপজেলা আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
আপনার মতামত লিখুন :