মুক্তাগাছায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ স্থাপন কাজের শুরু


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০১৯, ৯:৩০ PM /
মুক্তাগাছায় বধ্যভূমি স্মৃতিস্তম্ভ স্থাপন কাজের শুরু

সোমবার মুক্তাগাছা উপজেলার ২নং বড়গ্রাম ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রামে অবস্থিত বধ্যভূমির স্মৃতিস্তম্ভ স্থাপনের কাজ শুরু করা হয়।

বধ্যভূমি স্মৃতিস্তম্ভ স্থাপন কাজের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই গ্রামের ১৬৫ জন নিরীহ বাঙালীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে পাক হানাদার বাহিনী।