কবি রাজিয়া সুলতানা’র বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার অর্জন


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০১৯, ১১:১০ AM /
কবি রাজিয়া সুলতানা’র বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার অর্জন

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবর্ষ ও মহাত্মা গান্ধী’র সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে কোলকাতা শ্রুতিবৃত্ত ও কথামানবী’র যৌথ আয়োজনে ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসবে বাংলা একাডেমির আজীবন সদস্য কবি রাজিয়া সুলতানাকে কবিতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার প্রদান করে।

কবি রাজিয়া সুলতানা'র বিদ্যাসাগর ও মহাত্মা গান্ধী স্মৃতি পুরস্কার অর্জন
উচ্ছ্বসিত কবি রাজিয়া সুলতানা

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) কোলকাতার ড. ত্রিগুণা সেন হলে আয়োজিত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শ্রী অরুপ বিশ্বাস, কোলকাতা সিটি মেয়র ফিরহাদ হাকিম, কোলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার, শ্রুতিবৃত্ত পরিচালক শুভদীপ চক্রবর্তী, কথামানবীর অধিকারী মিতা বিশ্বাস, নাট্যাভিনেতা রেজোয়ান প্রমূখ।