মুক্তাগাছায় মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তারাটি ইউনিয়ন আ’লীগ সভাপতি আহত


F.Taj প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০১৯, ৭:০৯ PM /
মুক্তাগাছায় মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে তারাটি ইউনিয়ন আ’লীগ সভাপতি আহত

মুক্তাগাছায় ২টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ নং
তারাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান মাস্টার আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ এলাকা খামারের বাজার থেকে মুক্তাগাছা যাবার পথে তালতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর মোটরবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার মাথায় ব্যাপক আঘাত লেগে রক্তক্ষরণ হয়।

তারাটি ইউনিয়ন যুবলীগ আহবায়ক মঞ্জুরুল কাদির মঞ্জু সংবাদ প্রবাহকে জানান, আহত হবার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

অবস্থা আশংকাজনক জানিয়ে মঞ্জুরুল কাদির সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।