মুক্তাগাছায় ওয়ার্ল্ডভিশনের সমঝোতা-চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত


F.Taj প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০১৯, ৮:৪৭ PM /
মুক্তাগাছায় ওয়ার্ল্ডভিশনের সমঝোতা-চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

যৌথভাবে শিশু সুরক্ষার কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে মুক্তাগাছা উপজেলার ১নং দুল্লা ইউনিয়ন পরিষদ, মলাজানী, শ্রীরাম বাড়ী, নটাকুরী, হরিরামপুর, চাঁনপুর গ্রাম উন্নয়ন কমিটি, গ্রাউস-দুল্লা, নালিখালী ঋণদান ও সঞ্চয় সমবায় সমিতি, মলাজানী উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, চেচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চেচুয়া উচ্চ বিদ্যালয়, বিন্নকুরী উচ্চ বিদ্যালয় ও মুক্তাগাছা এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মধ্যে সমাঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

১নং দুল্লা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে মলাজানী উচ্চ বিদ্যালয়, দুল্লা উচ্চ বিদ্যালয়, চেচুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, চেচুয়া উচ্চ বিদ্যালয়, বিন্নাকুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধানগণ ও সামাজিক, রাজনৈতিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, উক্ত সমঝোতা চুক্তি মোতাবেক প্রতিষ্ঠানসমূহ আগামী এক বছর তথা ২০২০ সাল পর্যন্ত যৌথভাবে উন্নয়ন কর্মসূচী পরিচালানা করবে।