শিল্প সাহিত্যে ছোট কাগজ ” শীর্ষবিন্দু’র ” ৬ষ্ঠ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
বুধবার বিকালে গণি সরকার মেমোরিয়াল গণ-গ্রন্থাগার মিলনায়তনে সাংবাদিক সাইফুজ্জামান দুদু’র সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, কবি, প্রাবন্ধিক, আনন্দ মোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আল মাকসুদ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি – প্রাবন্ধিক সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, ফুলবাড়িয়া কলেজের প্রভাষক শাকিলা আক্তার সাকী, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের প্রভাষক কবি আকন্দ লতিফ ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্যকার, কবি ও বাচিক শিল্পী মিহির হারুন, গল্পকার তালুকদার শাখাওয়াত বকুল, কবি সরকার নজরুল, কবি-সম্পাদক সৌহায্য ওসমান, কবি, সাংবাদিক ফেরদৌস তাজ ও তরুণ কবি জীবন রবি, রঞ্জন কুমার দে প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জল মাটির সংলাপ কাব্যপ্রন্থের কবি সুরঞ্জিত বাড়ই ।
আপনার মতামত লিখুন :