“রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি” ও “গর্ভবতী মায়েদের জন্য আগে থেকেই দুই জন রক্তদাতা প্রস্তুত রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতা কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার দিনব্যাপী মুক্তাগাছা পৌর শহরের নন্দীবাড়ী এলাকার আলাউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয় ।
স্বেচ্ছায় রক্তদানে মুক্তাগাছা’র চেয়ারম্যান সাজ্জাদ সরকার সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান এবং সচেতনতার মাধ্যমে সমাধান হোক সকল অসহায় মানুষের রক্তের সমস্যা। সমাজের প্রতিটি যোগ্য ব্যাক্তি বিশেষ করে আমাদের তরুন সমাজ এগিয়ে আসুক সামাজিক কর্মকান্ডে।
তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখতে সকলের কাছে দোয়া প্রার্থণা করেন।
কর্মসূচিতে ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আপনার মতামত লিখুন :