বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মুক্তাগাছায় বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রবিবার পৌরসাধারণ পাঠাগার মিলনায়তনে আঃ লতিফ মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া হারুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরীফ, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু, অধ্যাপক তরিকুল ইসলাম রতন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম সেলিম, আবু সাঈদ সরদার, শহীদুল ইসলাম তারা, ছাত্রনেতা ইমরুল হাসান, মিনহাজ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেয়।
আপনার মতামত লিখুন :