মুক্তাগাছায় উপজেলা নদী রক্ষা কমিটির সভা হয়েছে ।
শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা সরকার।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মোঃ আলাউদ্দিন, উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান আরব আলী, সহকারী কমিশনার (ভূমি) আবিদুর রহমান, বাঁশাটি ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান খান মঞ্জু প্রমূখ।
সভা সূত্রে জানা গেছে, উপজেলার বানার ও আয়মন নদীর নাব্যতা বজায় রাখা ও অবৈধ দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে বিস্তারিত ফলপ্রসূ আলোচনা হয়েছে ।
পরে মুক্তাগাছা পৌরসভার ভেতর দিয়ে বয়ে চলা আয়মন নদীর বাস্তব অবস্থা পরিদর্শন করেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য মোঃ আলাউদ্দিন।
আপনার মতামত লিখুন :