মুক্তাগাছায় শিক্ষকদের ঈদ পূণর্মিলনী


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২৯, ২০১৯, ৪:৫৪ PM /
মুক্তাগাছায় শিক্ষকদের ঈদ পূণর্মিলনী

মুক্তাগাছা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় পৌর ক্লাস্টারের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পৌর ক্লাস্টারের ১৯টি বিদ্যালয়ের ১শ ৩০জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহন করেন।

স্থানীয় এপিবিএন পার্ক ‘ধীরে বহে মুক্তাগাছা’ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবযোগদানকারী উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলিন।

উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মমতাজ বেগম, কামরুন্নাহার, আবুল কালাম আজাদ, মোঃ বজলুর রহমান, মোহাম্মদ আলী চকদার ও আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল প্রমুখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা অফিসার মীর দেলোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।