মুক্তাগাছায় বার্ষিক সমাবেশ ও সম্মাননা


F.Taj প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০১৯, ৩:০০ PM /
মুক্তাগাছায় বার্ষিক সমাবেশ ও সম্মাননা

মুক্তাগাছায় মুক্তাগাছা এপি ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের আয়োজনে বৃহস্পতিবার সকালে পৌর সাধারণ পাঠাগার অডিটোরিয়ামে বার্ষিক সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার। এপি ম্যানেজার ন¤্রতা হাউই এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চাইল্ড প্রোটেকশন অফিসার তিতুস হাঁচ্ছা, প্রোগ্রাম অফিসার সিক্তা চাম্বুগং, পলাশ হিউবার্ট বিশ্বাস, মৌসুমি আক্তার প্রমূখ।

সমাবেশে ঈশ্বরগ্রাম ইউএনডিসি, কৃষ্ণনগর ভিডিসি, রুদ্রপুর ভিডিসি ও মলাজানি ভিডিসিকে সেরা সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সমাবেশে ২শতাধিক সদস্য অংশ গ্রহন করে।