“রক্ত দিলে হয় না ক্ষতি জাগ্রত করে মানবিক অনুভূতি, অন্যকে রক্ত দিয়ে নিজের শ্রেষ্ঠ উপহারটি দিন। কারন, রক্তের কোন বিকল্প নেই ” এ প্রতিপাদ্য নিয়ে অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বটতলা বাজারে সারাদিন ব্যাপী এ কর্মসূচি চলে।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন আবু সাঈদ খান।
এ সময় উপস্থিত ছিলেন অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম.জে.এইচ নোমান, মাওলানা আব্দুল লতিফ, সিরাজুল ইসলাম, হাসিবুর রহমান, উবাইদুল্লাহ সাদী, রাসেল সরকার, শাওন খান, স্বপন সরকার প্রমূখ।
কর্মসূচিতে ২৫০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আপনার মতামত লিখুন :