মুক্তাগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
F.Taj
প্রকাশের সময় : অগাস্ট ৬, ২০১৯, ১২:১৯ PM /
০
মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার হয়েছেন।
সোমবার বিকেলে শহরের হৃদয় মোড়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি নিজেই ওই ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করেন। ওই চিকিৎসা কেন্দ্রে গত বছরের জুন মাসে উপজেলার ভালুকচাপড় গ্রামের এক নারীর জোরপূর্বক গর্ভপাত ঘটানো হয়। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়েন।
এ ঘটনায় ওই নারী মুর্শিদা আক্তার কাকলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, মুর্শিদা আক্তার কাকলীকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন :