‘শিশুকে মাতৃদুগ্ধ পান করাতে মাতা-পিতাকে উৎসাহিত করুন’ এ প্রতিপাদ্য নিয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) ডাঃ উৎপল সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম মাওলা, সার্জারী কলসালটেন্ট ডাঃ মিঠুন কুমার বক্সী, ডেন্টাল সার্জন ফাতেমা-তুজ-জোহরা, মুক্তাগাছা সাউথ এপি প্রোগ্রাম অফিসার বেলী ম্রং, মুক্তাগাছা এপি প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম প্রমূখ।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন মুক্তাগাছা এপি ও সাউথ এপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :