মুক্তাগাছা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন


F.Taj প্রকাশের সময় : জুলাই ২১, ২০১৯, ৬:১১ PM /
মুক্তাগাছা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন

মুক্তাগাছা উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে নন্দীবাড়ী অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।

উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ম আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, রফিকুল ইসলাম পিন্টু, এইচ.এম ফারুক, আখেরুল ইমাম সোহাগ, সদস্য খায়রুল আনাম পারভেজ প্রমূখ।

সম্মেলনে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্য়ায়ের আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিল।