হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজের নতুন ভবনের উদ্বোধন


F.Taj প্রকাশের সময় : জুলাই ৩, ২০১৯, ৯:৪৮ PM /
হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী  কলেজের নতুন ভবনের উদ্বোধন

বুধবার সকালে মুক্তাগাছায় হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী কলেজের ৪তলা নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

ভবনটির উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব কে এম খালিদ এমপি।

উদ্বোধন শেষে দুপুর ১২টায় কলেজের কনফারেন্স রুমে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ পরিচালনা কমিটির সভাপতি সত্য স্বপন চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোঃ এখলাছুর রহমান জুয়েল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরব আলী প্রমুখ।

হাজী কাশেম আলী মহিলা ডিগ্রী  কলেজের নতুন ভবনের উদ্বোধন
নবনির্মিত ভবন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “যে দেশের নাগরিক যত শিক্ষিত সেই দেশ তত উন্নত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য শোষণ-বঞ্চনা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে সরকার বছরের শুরুতেই শিক্ষার্থীদের বিনা মূল্যে বই প্রদান, শিক্ষা বৃত্তি, বিনা বেতনে লেখা পড়াসহ শিক্ষা সহায়ক হিসেবে প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন তৈরি, ডিজিটাল ল্যাব, বৈজ্ঞানিক যন্ত্রপাতির জোগান দিয়ে যাচ্ছে।”

অধ্যাপক আ.ন.ম শাহনুর মামুন এতে সঞ্চালকের ভূমিকা পালন করেন।