সাহিত্যের বর্ণিল সম্মিলন ‘সপ্তবর্ণা’র কবি সমাবেশ


F.Taj প্রকাশের সময় : জুন ২৭, ২০১৯, ১০:১৪ PM /
সাহিত্যের বর্ণিল সম্মিলন ‘সপ্তবর্ণা’র কবি সমাবেশ

ময়মনসিংহে সাহিত্যের বর্ণিল সম্মিলন ‘সপ্তবর্ণা’ সাহিত্য পত্রের উদ্যোগে কবি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ময়মনসিংহ মুসলিম ইন্সটিটিউট মিলনায়তনে কবি,লেখক ও সম্পাদক সপ্তবর্ণা সোমা’ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ব কবি মঞ্চের উপদেষ্টা কবি,লেখক ও গবেষক ড. সৈয়দ আজিজ।

বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী কবি সালেহ মওসুফ, আন্তর্জাতিক জলঙ্গী উৎসবের সভাপতি কবি চিন্ময়ী বিশ্বাস, বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় সদস্য কবি আনোয়ারা সুলতানা আনু, বিশ্ব কবিমঞ্চের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কবি পুলক কান্তি ধর, কবি লিপি শেঠ, স্বাধীন চৌধুরী, আলী ইউসুফ, নাট্যকার ও কবি শাহাদাৎ হোসেন খান হীলু, কবি মাহমুদ আল মামুন, কবি এম বাহাদূর, লায়ন আব্দুল মতিন, কবি শাহজাহান সাজু ,কবি তপন দত্ত, কবি সহিদ আমিনী রুমি, কবি হাবিবুর রহমান হাবিব,কবি আশিক আকবর, কবি তহুরা, কবি লাকি আক্তার প্রমূখ। সাহিত্যের বর্ণিল সম্মিলন 'সপ্তবর্ণা'র কবি সমাবেশ

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কবি শামসুল ফয়েজ, সাহিত্যের বর্ণিল সম্মিলন সপ্তবর্ণা’র উপদেষ্টা কবি ও সম্পাদক সাব্বির রেজা, সাহিত্যের বর্ণিল সম্মিলন সপ্তবর্ণা’র উপদেষ্টা কবি রাজিয়া সুলতানা, কবি সফিক সিংহী, কবি ইয়াজদানী কুরায়শী কাজল, সাংবাদিক নিয়ামুল কবির সজল।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন, গবেষক স্বপন ধর, কবি ডা. এইচ এম গোলান্দাজ তারা, কবি ও লেখক ডা.প্রদীপ কর, কবি ওয়ালীউল্লাহ্ আকন্দ ও কবি মুনশী শহীদ।- সাহিত্যের বর্ণিল সম্মিলন 'সপ্তবর্ণা'র কবি সমাবেশ

নবীন- প্রবীণ কবিদের স্বরচিত কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রিয়েল আব্দুল্লা ও মোজাম্মেল হক।