মুক্তাগাছায় বিশ্ব মাদক মুক্ত দিবসে আলোচনা সভা


F.Taj প্রকাশের সময় : জুন ২৬, ২০১৯, ৭:৩০ PM /
মুক্তাগাছায় বিশ্ব মাদক মুক্ত  দিবসে আলোচনা সভা

‘আসুন পরিবারের খবর নেই,মাদক মুক্ত সমাজ উপহার দেই’ এ প্রতিপাদ্য নিয়ে গণি সরকার মেমোরিয়াল গণগ্রন্থাগারের উদ্যোগেে বিশ্ব মাদক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

গণি সরকার মেমোরিয়াল গণগ্রন্থাগারের কনফারেন্স হলে আয়োজিত আলোচনা সভায় গ্রন্থগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুজ্জামান দুদু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কাজী আহসান, কবি সুরঞ্জিত বাড়ই, সাংবাদিক ফেরদৌস তাজ, খায়রুল ইসলাম, সেকান্দর বাদশা রনি, সাখাওয়াত হোসেন, অজয়, আবুল হোসেন প্রমূখ।