মুক্তাগাছায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২


F.Taj প্রকাশের সময় : জুন ২৬, ২০১৯, ২:৩৪ PM /
মুক্তাগাছায় গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের মুক্তাগাছায় আম বোঝাই করা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১৪-৭২৩১) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছে।

বুধবার ভোর সোয়া চারটার দিকে মুক্তাগাছা উপজেলার নিমুরিয়া ভট্টবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আম ব্যবসায়ী রুহুল আমিন (৫৫), পিতা- গোলাম মোস্তাফা, চারিতলা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ ও গাড়ির ড্রাইভার সেলিম রেজা (৪০), পিতা আব্দুস সালাম, মেদুর, সরিষাবাড়ী, জামালপুর।

মুক্তাগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই আম ব্যবসায়ী রুহুল আমিন ও গাড়ির ড্রাইভার সেলিম রেজা নিহত হয়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।