মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন


F.Taj প্রকাশের সময় : জুন ৪, ২০১৯, ৬:১৪ AM /
মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন

মুক্তাগাছা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের শহীদ হযরত আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভা সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বিদায়ী উপজেলা চেয়ারম্যান এসএম জাকারিয়া হারুন, ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, নবনিবাচিত ভাইস চেয়ারম্যান আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শেদা আক্তার কাকলিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

এ সময় বিদায়ী চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।