মুক্তাগাছায় কাশিমপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা


F.Taj প্রকাশের সময় : মে ৩০, ২০১৯, ৭:৪৪ PM /
মুক্তাগাছায় কাশিমপুর ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা

মুক্তাগাছা উপজেলার ৯নং কাশিমপুর ইউনিয়নের ২০১৯-২০ অর্থ বৎসরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বাজেট সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইফতেকার রছুল চৌধুরী সুমন। ইউপি সচিব মোঃ ফয়জুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনারগাও উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মান্নান জোয়ার্দ্দার, প্যানেল চেয়ারম্যান মোখলেছুর রহমান, ইউপি সদস্য হাবিবুর রহমান, মোঃ তারা মিয়া, নাসির উদ্দিন, আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, লিয়াকত আলী খান, হাসেন আলী, ফরিদা বেগম, মুর্শিদা বেগম, কাজী আফরোজা মিলি প্রমূখ।

সভায় ২ কোটি ২৬ লক্ষ ৮৯ হাজার ১৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।