এবারের লোকসভা নির্বাচনে প্রায় ডুবতে ডুবতে বেঁচে গেছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল। এরপরই অনেকে তৃণমূলের এমন ফলাফলের কারণ হিসেবে মুসলিমদের অতিরিক্ত তোষণকে দায়ী করেছে। তবে এমন অভিযোগের পাল্টা জবাব হিসেবে মমতা বলেছেন, ‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত’৷
রাজ্যে লোকসভা নির্বাচনের ২২টি আসনে থেমে গিয়েছে তৃণমূল৷ অন্যদিকে আসন সংখ্যা ২ থেকে ১৮টি তে বাড়িয়ে নিয়েছে বিজেপি৷ এই পর্যায়ের ধর্মীয় মেরুকরণ বঙ্গ রাজনীতিতে আগে দেখা যায়নি৷ ভোটের ফলাফলেও যা স্পষ্ট৷ ফলাফল প্রকাশের দু’দিন পর সাংবাদিক সম্মেলন করে মমতা নিজের মন্তব্যের মাধ্যমেই তোষণের রাজনীতির ব্যাখ্যা দিয়েছেন৷ তিনি বলেছেন, ‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি৷ আপনারাও আসবেন৷ আমি তো মুসলমানদের তোষণ করি৷ ১০০ বার যাব৷ যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত৷’
লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যে ৩৩টি সভা করেছেন৷ প্রতিটি সভাতেই তারা মমতার সংখ্যালঘু তোষণ নিয়ে সরব হয়েছেন৷ মোদি-শাহের দাবি, বাংলাদেশ থেকে প্রচুর লোক পশ্চিমবঙ্গে অবস্থান করছে। তারাই মমতার ভোটব্যাংক।
বিজেপি ও বামজোটের এমন অভিযোগের জবাবে মমতা বলেন, ‘আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে৷ মনে রাখবেন, মমতা মমতাই থাকবে৷ নিজেকে কোন দিন বদলাবে না৷’
রাজ্যের ১২টি মুসলিম অধ্যুষিত লোকসভার আসনের ৯টিতে ভালো ফল করেছে তৃণমূল৷ স্বাভাবিকভাবেই, মুসলিম ভোটব্যাংকের দিকেই যে আগামী নির্বাচনে তাকিয়ে থাকবেন মমতা তা শনিবার আরও একবার পরিষ্কার হয়েছে।
আপনার মতামত লিখুন :