মুক্তাগাছায় বর্ষবরণে সাহিত্য আড্ডা


F.Taj প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০১৯, ১০:৩৯ PM /
মুক্তাগাছায় বর্ষবরণে সাহিত্য আড্ডা

মুক্তাগাছা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ফুডি রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে ১ বৈশাখ বিকালে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

জলঘুমে অথরা’ কাব্যগ্রন্থের কবি সৌহার্য্য ওসমানের উদ্যোগে প্রাবন্ধিক ও সাংবাদিক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় আড্ডায় বক্তব্য রাখেন কবি মোখলেছুর রহমান, গল্পকার, গবেষক, প্রাবন্ধিক ও কবি অধ্যক্ষ আলী ইদ্রিস, শূন্য দশকের খ্যাতিমান কবি অধ্যাপক কাজী নাসির মামুন, খ্যাতিমান কবি আশিক আকবর, কবি, আবৃত্তিকার ও নাট্যকার মিহির হারুন, গল্পকার সাখাওয়াত হোসেন বকুল, কবি শুভ্র সরকার, বোরহান উদ্দিন, গবেষক মাসুদ পারভেজ, উপন্যাসিক শাহীদ লোটাস, কবি ও সাংবাদিক ফেরদৌস তাজ, যুব সংগঠক আল-আমীন সুজন, গ্রাফিক্স ডিজাইনার রঞ্জন দে, কবি সেলিম সাইফুল, মীর মাহিনুর ইসলাম কিরন প্রমূখ।