মুক্তাগাছায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা


F.Taj প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০১৯, ৩:০৩ PM /
মুক্তাগাছায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে মতবিনিময় সভা

মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে মুক্তাগাছা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে শহীদ হযরত আলী অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) গোলাম মোহাম্মদ হাসিবুল আলম।

উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) মোঃ আনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকীম, সহকারি শিক্ষা অফিসার কামরুন্নাহার, মমতাজ বেগম, আবুল কালাম আজাদ, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী চাকদার, ফজলুল হক, আব্দুর রাশীদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আ: জলিল, সেক্রেটারি কামরুজ্জামান কামাল প্রমূখ।