‘সমতা ও সংহতি নির্ভর সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা’ এই প্রতিপাদ্যক সামনে রেখে রবিবার সকালে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে, মুক্তাগাছা এপি ও মুক্তাগাছা সাউথ এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী আমজাদ দপ্তরী, আরএমও ডা. আহসান, মেডিক্যাল অফিসার এবি মুস্তাফিজুর রহমান, ডা. হুমায়ুন আজাদ শামীম, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার প্রকাশ চাম্বু গং, এপি ম্যানেজার নম্রতা হাউই, বেলি ম্রং, রাশেদুল আলম, মার্শেল রনদি, সিক্তা চাম্বু গং, মৌসুমি আক্তার, পলাশ বিশ্বাস প্রমূখ র্যালীতে অংশগ্রহন করেন।
আপনার মতামত লিখুন :