মুক্তাগাছায় পাঠক মুগ্ধ সাহিত্য আড্ডা


F.Taj প্রকাশের সময় : মার্চ ১, ২০১৯, ৬:০৭ PM /
মুক্তাগাছায় পাঠক মুগ্ধ সাহিত্য আড্ডা

শিল্প সাহিত্যের মুগ্ধ পাঠক নূর মোহাম্মদ কর্তৃক কবি সাফিনুর কামালের প্রথম কাব্যগ্রন্থ “নির্বাক নক্ষত্রের গান” প্রিয় বন্ধুদের উপহার প্রদান অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা মুক্তাগাছা শহরের ভাবকী মোড়স্থ গণি সরকার মেমোরিয়াল গণগ্রন্থাগার মিলনায়তনে  শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।

কবি সেলিম সাইফুলের সঞ্চালনায় গণি সরকার মেমোরিয়াল গণগ্রন্থাগারের সভাপতি সাংবাদিক সাইফুজ্জামান দুদু এর সভাপতিত্বে বিশেষ অতিথি  ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাট্যকার, কবি ও বাচিক শিল্পী মিহির হারুন,  নূরুল ইসলাম, কবি সাফিনুর কামাল, শ্রীপুর রহমত আলী সরকারি কলেজের প্রভাষক মোঃ মাহফুজুর রহমান, কবি সুরঞ্জিত বাড়ই, লুৎফর হায়দার রাসেল, নূর মোহাম্মদ, সাংবাদিক ও কবি খায়রুল ইসলাম প্রমূখ।