আবার বিয়ে করলেন লোক সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। গত ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন তার বর সানোয়াল্লা নূরে সাগর। তিনি ময়মনসিংহ হালুয়াঘাটের ছেলে। পেশায় আইনজীবী। বর্তমানে সাগর লন্ডনে ‘বার অ্যাট ল’ করছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদকর্মীদের ডেকে সালমা তার দ্বিতীয় বিয়ের খবর জানান। সালমা বলেন, ‘এটা কিন্তু প্রেমের বিয়ে নয়, দুই পরিবারের দেখাদেখির ভিত্তিতে বিয়ে হয়েছে আমাদের।’ সালমা আরো জানান, তার বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। তার স্বামী আবার লন্ডনে চলে গেছেন। চার মাস পর ব্যারিস্টারি পড়া শেষ করে দেশে ফিরলে বিয়ের অনুষ্ঠান হবে বলেও জানান তিনি।
কুষ্টিয়ার মেয়ে সালমা সংগীত রিয়্যালিটি শো ‘ক্লোজআপ– তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী ছিলেন। এরপর কয়েকটি লোকগীতি দিয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান।
২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেন তিনি। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। সাংসারিক দ্বন্দ্বের জের ধরে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিচ্ছেদ হয়।
আপনার মতামত লিখুন :