সংস্কৃতি প্রতিমন্ত্রী আলহাজ্ব কেএম খালিদ বাবু এমপি বলেছেন, নির্বাচনী ইস্তেহার অনুযায়ী মুক্তাগাছা উপজেলাকে আধুনিক পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। সেই সাথে তিনি নির্বাচন পূর্ব ইস্তেহার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন।
বৃহস্পতিবার বিকালে মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সংস্কৃতি প্রতিমন্ত্রীর সম্মানে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আজিজুল হক ইদু।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক খোকা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট বদর উদ্দিন আহমেদ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান সিদ্দিকুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো: তারেক, রুমী দাস, পৌর আওয়ামীলীগের আহবায়ক আরব আলী, যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম মনি, রবিন সরকার, ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম বিটুল, সাধারণ সম্পাদক শুভ দে, জাহিদুল ইসলাম জুয়েল প্রমূখ।
এ সময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয়, চা বাগান, উন্নত সড়ক যোগাযোগ সংযোগ স্থাপন, বেকারত্ব দুরীকরণে আউট সোর্সিং কর্মশালার ব্যবস্থা গ্রহনের আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :