প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী কিংস, হ্যাট্টিক হার খুলনা টাইটান্স’র


Sharif Khan প্রকাশের সময় : জানুয়ারী ১০, ২০১৯, ৪:১৮ PM /
প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী কিংস, হ্যাট্টিক হার খুলনা টাইটান্স’র

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে হ্যাট্টিক হারের স্বাদ পেয়েছে খুলনা টাইটান্স। তবে প্রথম জয়ের স্বাদ পেল রাজশাহী কিংস। টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাজশাহী ৭ উইকেটে হারিয়েছে খুলনা টাইটান্সকে। খুুলনার এটি ছিল তৃতীয় ম্যাচ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্যাট হাতে নেমে ৪০ রানের সূচনা পায় খুলনা। দুই ওপেনার পল স্ট্রার্লিং ১৬ ও জুনায়েদ সিদ্দিকী ২৩ রানের ছোট ইনিংস খেলেন।

এরপর মিডল-অর্ডারে কোন ব্যাটসম্যান শক্ত হাতে হাল ধরতে পারেননি। উইকেটরক্ষক জহিরুল ইসলাম ১ রানে থামলেও, মিডল-অর্ডারের অন্য তিন ব্যাটসম্যান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ-ইংল্যান্ডের ডেভিড মালান-আরিফুল হক দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। মাহমুদুল্লাহ ১১, মালান ২২ ও আরিফুল ১২ রান করেন।

১০১ রানে ৬ উইকেট হারানোয় বড় সংগ্রহ পাবার পথ বন্ধ হয়ে যায় খুলনার। শেষ পর্যন্ত ১১৭ রানের বেশি করতে পারেনি তারা। শেষদিকে, দক্ষিণ আফ্রিকার ডেভিড ওয়াইস ১৪ রান করেন। রাজশাহী কিংসের শ্রীলংকার খেলোয়াড় ইসুরু উদানা ১৫ রানে ৩ উইকেট নেন।

জয়ের জন্য ১১৮ রানের ছোট টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খেলেও অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাফ সেঞ্চুরিতে সহজ জয় পায় রাজশাহী। দলীয় ৬ রান করেই ফিরে যান পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। হাফিজকে হারানোর ধাক্কাটা সামলে উঠে রাজশাহীর জয়ের পথ সহজ করে ফেলেন আরেক ওপেনার মোমিনুল হক ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। দ্বিতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়েন তারা।

হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ব্যক্তিগত ৪৪ রানে থেমে যান মোমিনুল। তার ৪৩ বলের ইনিংসে ৪টি চার ছিলো। দলীয় ১০০ রানে মোমিনুল ফিরে গেলেও, পরবর্তীতে জয় পেতে মোটেও বেগ পেতে হয়নি রাজশাহীর।

৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫১ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন মিরাজ। তারপরও ৭ বল বাকী রেখে ১১৮ রান তুলে জয়ের স্বাদ নেয় রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা টাইটান্স : ১১৭/৯, ২০ ওভার (জুনায়েদ ২৩, মালান ২২, উদানা ৩/১৫)।
রাজশাহী কিংস : ১১৮/৩, ১৮.৫ ওভার (মিরাজ ৫১, মোমিনুল ৪৪, স্ট্রার্লিং ১/৫)।
ফল : রাজশাহী কিংস ৭ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : ইসুরু উদানা (রাজশাহী)